শ্যামনগরে নিজের পৈত্রিক সম্পত্তি ভোগ দখলের দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ধর্ম ছেলের সম্পর্ক করে দুর্বলতার সুযোগ নিয়ে একব্যক্তি সহায়সম্পত্তি জাল-জালিয়াতি করে জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে
এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শ্যামনগর উপজেলার শিবচন্দ্রপুর গ্রামের
মৃত সারদাপ্রসাদ বৈদ্য’র ছেলে বৃদ্ধ অনুকূল বৈদ্য।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার
শিবচন্দ্রপুর মৌজায় সাবেক ১৮২ ও হাল ১৭, সাবেক ১৫ এবং হাল ১৮ দাগসহ
বিভিন্ন দাগে ২১ একর ৬৪ শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিক ছিলেন আমার
বাবা সারদা প্রসাদ বৈদ্য। এখন থেকে প্রায় ৪৫ বছর আগে আনুমানিক ১৯৭৩-১৯৭৪
সালের দিকে শিবচন্দ্রপুর গ্রামের মৃত সলেমান কারিকরের ছেলে রজব আলী
কারিকর আমার বাবাকে ধর্ম পিতা ডেকে আমাদের সাথে আত্মীয়তা করে। সেই সূত্রে
আমাদের সাথে তার পরিবারের ঘনিষ্টতা ছিল। আমার বাবা’র সরলতার সুযোগ নিয়ে
বিভিন্ন সময় জমি বিক্রির নামে ধর্ম ছেলে ধুরন্ধর রজব আলী কারিকর জাল দলিল
সৃষ্টি করে সাবেক ১৫ ও হাল ১৮ দাগের ৩৩ শতাংশ জমি বাদে সমূদয় জমি কৌশলে
লিখে নেয়। আমার বাবার মৃত্যুর পর বিষয়টি জানাজানি হলে এনিয়ে বিভিন্ন ভাবে
শালিশী বৈঠক হয়। এসময় রজব আলী কারিকর সাবেক ১৮২ ও হাল ১৭ দাগ থেকে ১ একর
৬৫ শতক জমি আমার নামে মুক্তিপত্র করে দেয়। এই জমিসহ আমার পৈত্রিক সাবেক
১৫ ও হাল ১৮ দাগের ৩৩ শতাংশ জমিসহ মোট ২ একর জমির কাগজপত্র আমাদের নামে
রয়েছে। আমরা ওই জমির খাজনা প্রদানসহ সকল প্রকার সরকারি খরচ দিয়ে আসছি।
তিনি অভিযোগ করে বলেন, আমরা এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। জমির সব
কাগজপত্র আমাদের নামে থাকা স্বত্বেও জালিয়াত চক্র রজব আলী কারিকর, রজব
আলির ছেলে রফিকুল কারিকর, শফিকুল কারিকর ও বাপ্পী কারিকর আমাদের পৈত্রিক
সম্পত্তির সাবেক ১৮২ দাগের হাল ১৭, সাবেক ১৫ দাগের হাল ১৮ দাগে জাল দলিল
সৃষ্টি করে দখল করার পায়তারা চালাচ্ছে। তারা এলাকায় প্রভাবশালী ও
সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় ওই জমির দখল নিতে আমাদেরকে বিভিন্ন ভাবে
হুমকি-ধামকি দিচ্ছে। কিন্তু আমরাই পৈত্রিক সূত্রে ওই জমির প্রকৃত মালিক।
এখন ওই সন্ত্রাসীরা জাল দলিলের মাধ্যমে যদি আমাদের পৈত্রিক সম্পত্তি দখল
করে নেয় তাহলে পরিবার পরিজন নিয়ে আমাকে পথে বসতে হবে। বৃদ্ধ অনুকূল বৈদ্য
আরো বলেন, আমার বাবার সাথে ধর্মপিতা বলে আত্মীয়তা করার সুযোগ নিয়ে
আমাদেরকে এখন নিজেদের পৈত্রিক জমির দখল থেকে উচ্ছেদ করতে রজব আলী ও তার
ছেলেরা উঠে পড়ে লেগেছে। তারা ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে নানাভাবে
অমাদেরকে জীনবনাশের হুমকি দিচ্ছে ও ভয়ভীতি দেখাচ্ছে। এছাড়া বিভিন্ন মামলা
মোকদ্দমায় জড়িয়ে দেওয়ারও হুমকি দিচ্ছে তারা। এসব চক্রের সাথে আরও যুক্ত
হয়ে মৃত গনি মোড়লের ছেলে সবুর মোড়ল, মৃত দাউদ গাজীর ছেলে দেলোয়ার গাজীও
আমাদেরকে হুমকি-ধামকি দিচ্ছে ও রজব আলীকে ইন্ধন দিচ্ছে। তারা কৈখালি
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হওয়ায় তাদের ভয়ে পরিবার পরিজন নিয়ে আমরা
চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি পৈত্রিক জমি যাতে নিজেদের দখলে রেখে
ভোগদখল করতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক
ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

Check Also

১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে; ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৫ বছরে আওয়ামী লীগ ২৬ লাখ কোটি টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।