শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার নূরনগর দুরমুজখালী গ্রামে গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় মিনি পিকআপ, গরু সহ ৩ চোর কে আটক করা হয়েছে। আটককৃতরা-কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের নরিম বকস এর পুত্র মনিরুজ্জামান (৩৫), একই উপজেলার পানিয়া গ্রামের আজিবর গাজীর পুত্র শামিম হোসেন (২২), ও শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের আনিছুর রহমানের পুত্র খায়রুল ইসলাম (২৩)। ঘটনা সূত্রে জানাযায়, দুরমুজখালী গ্রামের শিবপদ মন্ডলের পুত্র হরিপদ মন্ডল তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়ীতে অবস্থান করায়, সুযোগ বুঝে সঙ্গবদ্ধ চোরের দল তার গোয়াল ঘর থেকে একটি গাভী চুরি করে পিকআপ যার নং- ঢাকা মেট্রো- ন-১৭-৩২৪৬ যোগে পালানোর চেষ্টা কালে জনতা তাদেরকে আটক করে। হরিপদ মন্ডলের পুত্র জয়দেব মন্ডল দৈনিক দৃষ্টিপাতকে জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হঠাৎ গোয়াল ঘরের থাকা গরু গুলো লাফালাফি করার শব্দে ঘুম ভাঙ্গে তার এবং গোয়াল ঘরে গিয়ে দেখতে পায় বড় গাভীটি নেই। সে তাৎক্ষনিক মটর সাইকেল নিয়ে নূরনগর অভিমুখে যাওয়ার পথিমধ্যে দক্ষিণ হাজীপুর দিঘীর পাড় এলাকায় এসে পিকআপ ও তার গরু দেখতে পেয়ে, পিকআপ এর গতিরোধ করে এবং চিৎকার করলে স্থানীয়রা এসে পিকআপ ও এর চালক সহ ৩ জনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে নূরনগর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় পিকআপ এ গরু ধরে দাঁড়িয়ে থাকা অত্র ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের ফোইম মোড়লের পুত্র রফিকুল ইসলাম(৩৭) দৌড়ে পালিয়ে যায়। পেশাদার গরু চোর রফিকুল ইসলাম শ্যামনগর সহ কয়েকটা উপজেলার গরু চোরের প্রধান। এই চোরেরা গত এক মাস আগে উপজেলার মুন্সিগঞ্জ ফুলতলা এলাকার পরিতোষ যোয়াদ্দারের গোয়াল ঘর থেকে ৪টা গরু চুরি করেছে। এর আগেও এই ধরনের গরু চুরির ঘটনা ঘটলেও ধরা ছোঁয়ার বাহিরে থেকে গেছে সঙ্গবদ্ধ এই গরু চোরের দলটি। আটককৃত ৩ চোর জানায়, উত্তর হাজীপুর গ্রামের ফোইম মোড়লের পুত্র রফিকুল ইসলাম গরু চুরি করার জন্য আমাদেরকে নিয়ে আসে। শনিবার সকালে নূরনগর ইউনিয়ন পরিষদ কতৃক শ্যামনগর থানাকে অবহিত করলে অত্র থানার সেকেন্ড অফিসার এস আই খবির হোসেন সঙ্গীয় ফোর্স সহ ইউনিয়ন পরিষদ থেকে পিকআপ, গরু সহ ৩ চোরকে আটক করে থানায় নিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব মোঃ নাজমুল হুদা দৈনিক দৃষ্টিপাতকে জানান, পিকআপ, গরু সহ ৩ চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে চুরির মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল অর্থাৎ আজ রবিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …