চাঁদাবাজী ও অপহরণ মামলায় কলারোয়ার সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

ক্রাইমবার্তা রিপোটঃ  : চাঁদাবাজী ও অপহরন মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের বরখাস্তকৃত সাবেক সভাপতি আবু সাঈদকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশের সদস্যরা। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার যুগিখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আবু সাঈদ কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের এস.এম গোলাম হোসেন ওরফে ছোট খোকার ছেলে।
এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক ইউছুফ হোসেন জানান, কলারোয়া থানার চাঁদাবাজী ও অপহরন মামলার এজাহার নামীয় আসামী ও সংঘবদ্ধ অপরাধ চক্রের প্রধান আবু সাঈদ দীর্ঘদিন পলাতক ছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে যুগিখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, বিগত ২০১৮ সালের ৫ আগষ্ট কলারোয়া উপজেলার পাইকপাড়া গ্রামের জনৈক আহম্মদ আলীর বাড়ির পিছন থেকে আজগর আলীর ছেলে ওসমান আলী দালালকে আবু সাঈদসহ কয়েকজন অপহরন করে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তারা তার কাছে এক লাখ টাকা চাাঁদা দাবী করে। এক পর্যায়ে ৩৫ হাজার টাকা চাঁদা গ্রহন করে তারা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় অপহরনের শিকার ওসমান আলী দালালের বাবা আজগর আলী বাদী হয়ে অপহরনকারী আবু সাঈদসহ ৭ জনের বিরুদ্ধে কলারোয়া থানায় চাঁদাবাজী ও অপহরন মামলা দায়ের করেন। মামলা নং-১০, তারিখ-১২-০৮-২০১৮।
সাতক্ষীরার সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার মোঃ আলী হায়দার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।##

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।