হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জে থানার উপ-পরিদর্শক ও একই পরিবারের ৪ জনসহ মোট ৮ জন করোনা আক্রান্ত। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান এর মাধ্যমে জানা গেছে, কালিগঞ্জ থানার উপ পরিদর্শক ও আব্দুল গনির পুত্র জিয়ারত আলী (৫০), ভাড়াশিমলার কারবালা গ্রামের শেখ সাজো উদ্দীনের পুত্র শেখ মনাজিত হোসেন (৪০), শ্রীকলা গ্রামের দাউদ আলীর স্ত্রী রহিমা বেগম (৬৫), ধলবাড়ীর গোবিন্দপুর গ্রামের প্রয়ত এ্যাডঃ মোবারক আলীর পুত্র এডভোকেট হাবিব ফেরদৌস শিমুল (৪২), সেকেন্দার নগর গ্রামের কুরবান আলী ড়াজীর পুত্র আব্দুল করিম গাজী (৫৫), তার স্ত্রী নাজমা পারভীন (৪৫), কন্যা নাহিদা সুলতানা (১১), পুত্র নাজমুল ইসলাম (৩০)। গত ১৯ জুলাই কালিগঞ্জ উপজেলার মধ্যে ১৫ জনের করোনা টেষ্টের জন্য নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। ২১ জুলাই তাদের মধ্যে ৮ জনের নমুনা করোনা পজেটিভ রিপোর্ট আসে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও করোনা এক্সপার্ট টিমের সদস্যদের অংশগ্রহনে লকডাউন ঘোষনা করা হয়।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …