ক্রাইমবার্তা রিপোটঃ মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা মৎস্য অফিসের সামনে থেকে উদযাপন কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে ব্যানার, ফেস্টুন, লিফলেট ও মাইকিংয়ের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। জেলা মৎস অফিস চত্তরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসান সাজ্জাদ, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, মাঠসহকারী তাপস কুমার সরকারসহ মৎস্য অধিদদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
করোনা ভাইরাসজনিত বর্তমান অবস্থার প্রেক্ষিতে স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২২ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ, ২৩ জুলাই মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মৎস্য সংক্রস্ত আইন বাস্তবায়ন, ২৪ জুলাই মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি পানি পরীক্ষা, ২৫ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শণ, ২৬ জুলাই চাষি/সুফলভোগিদের মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ, ২৭ জুলাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর সমাপ্তি।নিজস্ব প্রতিনিধি:
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …