রুহুল কুদ্দুস,ক্রাইমর্বাতা রিপোট: আশাশুনি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া ভেড়ী বাঁধ আবারও ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফলে এলাকার হাজার হাজার মানুষ প্লাবনের শিকার হয়ে চরম বিপাকে পড়েছেন।
প্রতাপনগর ইউনিয়নের শ্রীউলা পাড়ের হিজলিয়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধে শুক্রুবার দুপুরে জোয়ারের পানির চাপে ভাঙ্গন শুরু হয়। এবং মুহুর্তের মধ্যে বাঁধের ২০/২৫ হাত এলাকা পানিতে ভাসিয়ে নিয়ে যায়। নদীর পানির স্রােতে এলাকা একাকার হতে শুরু করে। পানির চাপে হিজলিয়াসহ পাশের এলাকা এবং শ্রীউলা ইউনিয়নের প্লাবিত এলাকা একাকার হয়ে য়ায়। খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে ৬৩ দিন পানি বন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধীক মানুষ।বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ ইউনিটের সদস্যরা কাজ করলেও এখনো বেড়িবাঁধ মেরামত হয়নি। একজায়গায় বাঁধলে অন্য জায়গায় ঢুষে যাচ্ছে।
