কালিগঞ্জে ভূমিহীন নেত্রী জাহেদার ২২ তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জের ভূমিহীন নেত্রী জাহেদার ২২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা-কালিগঞ্জ ভুমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে সোমবার (২৭ জুলাই) বিকাল ৪ টায় উপজেলার বাবুরাবাদ জায়েদানগর সরদার মার্কেট চত্তরে ভুমিহীন সংগ্রাম কমিটির জনপ্রিয় সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব সরদারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ। বাবুরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও নলতা ইউপির সাবেক চেয়ারম্যান এস এম আসাদুর রহমান সেলিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল প্রমুখ। উপস্থিত ছিলেন ভুমিহীন সংগ্রাম কমিটির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বর্তমানে মহামারী করোনা ভাইরাস এর কারণে সামাজিক ও শারিরীক দুরত্ব বজায় রেখে অন্যান্য বছরের তুলনায় ছোট পরিসরে পালন করা হয়েছে জাহেদার ২২ তম শাহাদৎ বার্ষীকী। স্মরণ সভা শেষে আসরের নামাজবাদে বাুরাবাদ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

কালিগঞ্জে দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার তৈরির অভিযোগে ৩৫ হাজার টাকা ভ্রাম্যমান আদালতে জরিমানা

মোঃ হারুন উর রশীদ (কালিগঞ্জ, সাতক্ষীরা) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।