কালিগঞ্জে ভূমিহীন নেত্রী জাহেদার ২২ তম শাহাদৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জের ভূমিহীন নেত্রী জাহেদার ২২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা-কালিগঞ্জ ভুমিহীন সংগ্রাম কমিটির আয়োজনে সোমবার (২৭ জুলাই) বিকাল ৪ টায় উপজেলার বাবুরাবাদ জায়েদানগর সরদার মার্কেট চত্তরে ভুমিহীন সংগ্রাম কমিটির জনপ্রিয় সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব সরদারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আবু আহম্মেদ। বাবুরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাক্কার সিদ্দিক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও নলতা ইউপির সাবেক চেয়ারম্যান এস এম আসাদুর রহমান সেলিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল প্রমুখ। উপস্থিত ছিলেন ভুমিহীন সংগ্রাম কমিটির জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বর্তমানে মহামারী করোনা ভাইরাস এর কারণে সামাজিক ও শারিরীক দুরত্ব বজায় রেখে অন্যান্য বছরের তুলনায় ছোট পরিসরে পালন করা হয়েছে জাহেদার ২২ তম শাহাদৎ বার্ষীকী। স্মরণ সভা শেষে আসরের নামাজবাদে বাুরাবাদ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়

দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।