গত ইং ২৫ জুলাই ও ২৭জুলাই ২০২০ তারিখ অন লাইন নিউজ পোষ্টাল দৈনিক সংকল্পে, তালা সার্জিক্যাল ক্লিনিক ও ক্লিনিক মালিক বিধান চন্দ্র রায়কে জড়িয়ে অসত্য, বিভ্রান্তমুলক ও উদ্যেশ্যে প্রনোদিত যে খবর প্রকাশিত হয়েছে, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তালা সার্জিক্যাল ক্লিনিক মালিক বিধান চন্দ্র রায়, তিনি বলেন, অন লাইন নিউজ পোষ্টালে আমাকে পল্লি চিকিৎসক উল্লেখ্য করে এবং অনিয়মের জন্য ক্লিনিক সিলগালা করা হয়েছে ও নিউজ পোষ্টালের প্রতিবেদকে হুমকির দেয়াসহ তালা হাসপাতাল থেকে পিপিই,মাক্স ও হ্যান্ড গ্লোভস ক্রয় বিক্রয় এর বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে, এছাড়া সাংবাদিক এর সাথে রফাদফা করা হয়েছে সেটি সম্পূর্ন মিথ্যা কথা, বিষয়গুলি আদৌও সত্য নয়, একটি কুচক্রী মহল আমাকে ও আমার প্রতিষ্ঠান তালা সার্জিক্যাল ক্লিনিক এর ভাবমূর্তি ও সুনাম নষ্ট করার জন্য এবং তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার উদ্দেশে অসত্য, বিভ্রান্তমুলক,
উদ্যেশ্যে প্রনোদিত,ভিত্তিহিন ও কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে ,
প্রকৃত পক্ষে আমি প্রশিক্ষন প্রাপ্ত ডিপ্লোমাধারী মেডিকেল সহকারী,তালা সার্জিক্যাল ক্লিনিক ২০০২সালে প্রতিষ্ঠার পর হতে গরীব অসহায় মানুষের স্বল্পমুল্যে সেবা দিয়ে আসছে, এমনকি ওয়ান ইলিভেনসহ কঠোর শাসন ব্যবস্হার মধ্যে অনেক ক্লিনিক বন্ধ হলেও,
সার্জিক্যাল ক্লিনিক বন্ধ হয়নি,করোনা মহামারীতে নামমাত্র মুল্যে সেবা দিয়ে যাচ্ছি,এর পরেও একটি কুচক্রী মহল ষড়়যন্ত্র করছে, আমি এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি,
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …