সিলেটে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, ৫ যাত্রী নিহত

ক্রাইমর্বাতা রিপোট  :  ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের তাজপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।   পুলিশ জানায়- সকাল ৬ টার দিকে সিলেটগামী কুমিল্লা পরিবহনের একটি বাসের সঙ্গে মৌলভীবাজারগামী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের ৫ যাত্রী মারা যান।  সিলেটের এডিশনাল এসপি লুৎফর রহমান জানিয়েছেন- পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ৫ যাত্রীর মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে গুরুতর আহত এক কিশোকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।   নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে- ধারনা করা হচ্ছে নিহতরা একই পরিবারের সদস্য।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।