ক্রাইমর্বাতা রিপোট : পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টানা ৬ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর। আগামি ৪ জুলাই মঙ্গলবার পর্যন্ত ভোমরা স্থল বন্দর শুল্ক ষ্টেশনের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ৫ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি আমাদানী-রপ্তানী কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের যৌথ আলোচনা করে সর্ব সম্মতিক্রমে ৬ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী ৫ জুলাই বুধবার থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানী কার্যক্রম শুরু হবে।
Check Also
সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি হলেন জামায়াতের এড আবু বক্কর
সাতক্ষীরা সংবাদদাতাঃ দীর্ঘ সময়ের অচলাবস্থার পর উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ভোটারদের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির …