সাতক্ষীরার দেবহাটায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্রাইমর্বাতা রিপোট : সাতক্ষীরার দেবহাটাতে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ মো. রইয়া হোসেন (২৩) ও বিল্লাল সরদার (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রইয়া হোসেন  দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়ার শুকুর আলী মোড়লের ছেলে এবং অপর বিল্লাল হোসেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার মালিয়া রাজপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে।

বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই হানিফ, এএসআই রশিদুল ও এএসআই হুমায়ুনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করে।

এ-ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিন জনকে আসামী করে দেবহাটা থানায় মামলা (নং-০৮) দায়ের হয়েছে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।