সাবেক সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় ২০ পুলিশ সদস্য প্রত্যাহার

ক্রাইমর্বাতা রিপোট  :  কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে একজন সাবেক সেনা কর্মকতা নিহতের ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ২০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ ২০ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ওদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি নিরপেক্ষ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট দাখিলের জন্য আমরা সময় নির্ধারণ করে দিয়েছি। তদন্তের পর আমরা সবকিছু খোলাসা করে বলতে পারবো। প্রত্যাহার করা পুলিশ সদস্যদের পুলিশ লাইনসে নিয়ে আসা হয়েছে। নতুন ২০ পুলিশ সদস্যকে বাহারছড়ায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

শুক্রবার রাতে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় একটি চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।
শুক্রবার রাতে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় একটি চেকপোস্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।