পাকিস্তানি একই পরিবারের ১১ সদস্যের লাশ মিলল ভারতের খামারে

ক্রাইমবাতা ডেস্ক রিপোট: পাকিস্তানি অভিবাসী একটি হিন্দু পরিবারের ১১ সদস্যের লাশ মিলেছে ভারতের রাজস্থানের একটি খামারে।

রোববার সকালে যোধপুর জেলার একটি খামার থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এক কর্মকর্তা জানিয়েছে, দেচু এলাকার লডটা গ্রামে বসবাস করায় ওই পরিবারের একজনকে জীবিত পাওয়া গেছে।

পুলিশ সুপার রাহুল বারহাট বলছেন, জীবিত ওই ব্যক্তি দাবি করেছেন এ ঘটনা সম্পর্কে কোনো ধারণা নেই তার। ধারণা করা হচ্ছে, ঘটনাটি রাতের কোনো এক সময় ঘটেছে।

তিনি বলেন, আমরা এখনো মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, রাতে তারা রাসায়নিক কিছু খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে। ওই ঘরটিতে রাসায়নিকের গন্ধ পাওয়া গেছে।

এনডিটিভি জানিয়েছে, পরিবারের সব সদস্যরা ছিলেন পাকিস্তান থেকে আসা বিল সম্প্রদায়ের হিন্দু অভিবাসী। তারা গ্রামের খামারটিতে বাস করতেন। ওই খামারটি তারা ভাড়া নিয়েছিলেন।

পুলিশ বলছে, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি অথবা কোনো নির্যাতনের প্রমাণ মেলেনি।
তবে ঘটনাস্থল ঘিরে ফরেনসিক টিমের সদস্যরা কাজ করছে। পাশাপাশি চূড়ান্ত অনুমানের জন্য ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।