চৌগাছায় আজ ৯জনের করোনা শনাক্ত।

মোঃ রুহুল আমিন( চৌগাছা) যশোর,প্রতিনিধিঃযশোরের চৌগাছায় আজ বুধবার নতুন করো ৯ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত। এ নিয়ে উপজেলা মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩ জন।

আক্রান্ত ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পৌরসভার চাঁদপুর গ্রামের এসএম সাইফুর রহমান বাবুল, তার স্ত্রী কলেজ শিক্ষক লাকি আক্তার, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক ইছাপুর গ্রামের আব্দুল হালিম চঞ্চল,নিরিবিলিপাড়ার আলতাফ হোসেনের মেয়ে সালেহা শবনম (২৪), কালিতলাপাড়ার সাইফুল ইসলাম (৫৩),
পাতিবিলা গ্রামের শওকত আলী (৪৫), মাড়ুয়া গ্রামের ইদ্রিস আলী (৫৪), পৌরসভার বাকপাড়া গ্রামের মোফাজ্জলের স্ত্রী জলি বেগম (৩৮), একই গ্রামের বিলকিস বেগম (৫০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি এই তথ্য নিশ্চিত করে বলেন, গত ৯ ও ১০ আগস্ট তাদের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পাঠানো হয়। সেখানে মঙ্গলবারের পরীক্ষায় তাদের নমুনা পজেটিভ হয়। রির্পোটটি আজকে চৌগাছায় পৌছায়।

Check Also

বাগেরহাটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ড, নারীর মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।