মহামারী করোনা ভাইরাসের পর নতুন পৃথিবীর নের্তৃত্ব দেবে যুবসমাজ:মতিউর রহমান আকন্দ

ক্রাইমবার্তা রিপোট : মহামারি করোনা ভাইরাসে বিধ্বস্ত পৃথিবী নতুন রূপে যাত্রা শুরু করবে। মহান স্রোষ্টার দিকে ধাবিত হবে গোটা সমাজ ব্যবস্থা। যার নের্তৃত্বে থাকবে মুসলিম যুবসমাজ। ১২ আগষ্ট জাতীয় যুব দিবস উপলক্ষে সাতক্ষীরা যুবসমাজের উদ্দেশ্যে এক জুম আলোচনা সভায় ঢাকা সুপ্রিম কোটের আইনজীবী সাবেক ছাত্র নেতা মতিউর রহমান আকন্দ এসব কথা বলেন।
সাতক্ষীরা যুব আন্দোলনের নের্তৃত্বদানকারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চরণায় জুম আলোচনায় সভায় বিশিষ্ট আলেম, হাফেজ রবিউল বাশার মহাগ্রস্থ আলকুরআন থেকে যুবসমাজের করণীয় র্শীষক তাফসির তুলে ধরেন। আলোচনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ কয়েকশ যুবক অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, দেশ, জাতি ও সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অপরিসীম ।
ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বেলাল (রা.) ছিলেন তরুণ। হজরত ইবরাহিম (আ.) যখন মূর্তি পূজার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পাষন্ড নমরুদের তৈরিকৃত আগুনে নিক্ষিপ্তি হয়ে ছিলেন তিনি ছিলেন তরুণ। হজরত ইউসুফ (আ.) যখন কারাগারে ছিলেন তখন তিনি তরুণ ছিলেন। হজরত ইউনুস-কে (আ.) যখন সমুদ্রেরর মাছ গিলে ফেলে তখন তিনি ছিলেন তরুণ। হজরত দাউদ (আ.) যখন জালিম শাসক জালুতকে হত্যা করেন তখন তিনিও ছিলেন তরুণ।

বক্তরা বলেন,আজ বিশ্বের মানচিত্রে সার্বভৌম বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়ে আছে যার নের্তৃত্বে ছিল মুসলিম যুবসমাজ। পৃথিবীর ইতিহাসে প্রতিটি আন্দোলনের সাফল্যের পেছনে রয়েছে তরুণ সমাজের আত্মত্যাগ।
তরুণদের রক্তের বিনিময়ে ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়েছে অসংখ্য রাজ্যপালের রাজ্য সীমা।
বদরের যুদ্ধে হযরত ‘মুআয ও মুআওয়িয’ নামক দু’জন তরুণ সাহাবীই ইসলামের ঘোর দুশমন আবু জাহিলকে হত্যা করেছিলেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।