২৪ ঘণ্টায় ৪২ জনের মৃত্যু, শনাক্ত ২৯৯৫ করোনায় মৃত্যু সাড়ে তিন হাজার ছাড়াল

ক্রাইমবার্তা রিপোট : করোনা ভাইরাসের আপডেট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং বন্ধের দিনে বেড়েছে মৃত্যুর সংখ্যা। আগের দিন ৩৩ জনের মৃত্যু হলেও সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৯৯৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫১৩ জনে। মোট শনাক্ত দুই লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় এক হাজার ১১৭ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৫৩ হাজার ৮৯ জন সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৫০টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।