দেশের খেলা ফেরায় স্বস্তি সৌম্যর

ক্রাইমবার্তা রিপোট : শ্রীলংকার বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার শ্রীলংকা সফরের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসেই শ্রীলংকার উদ্দেশ্যে রওনা দেবেন ক্রিকেটাররা।

বিসিবি সূত্রের খবর, জাতীয় দলের ২০ জন ও এইচপি দলের ২৪ জনসহ ৪৪ ক্রিকেটারের বহর যাবে শ্রীলংকায়। কোচিং স্টাফসহ বহরটা হবে প্রায় ৬৫ জনের। চলতি মাসের তৃতীয় সপ্তাহে শ্রীলংকা যাবে বাংলাদেশ। দীর্ঘ আলোচনার পরে স্থগিত হওয়া সিরিজটি হওয়ায় স্বস্তি ফিরেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। জাতীয় দলের বাঁ-হাতি ব্যাটসম্যান সৌম্য সরকারও স্বস্তির কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘খেলা শুরু হতে যাচ্ছে অবশ্যই এটা স্বস্তির। লকডাউনে সময়টা ভালোই গেছে। পরিবারকে সময় দিতে পেরেছি। কিন্তু একটা দিক থেকে চিন্তা করলে খারাপ কেটেছে। দলের খেলা ছিল না। ইংল্যান্ডের খেলা দেখলে খারাপ লাগতো, মনে হতো আমরা কবে খেলবো। গতকাল জেনেছি, আমাদের খেলা শুরু হচ্ছে। এটা ভেবে ভালো লাগছে।’

শ্রীলংকা সফরে গিয়ে প্রথম টেস্ট খেলার আগে একমাস সেখানে থাকতে হবে। তিন টেস্টের সিরিজ খেলে দেশে ফিরতে আরও লাগবে ২৫ দিনের মতো। একটা সিরিজ বিবেচনায় টাইগারদের সফরটা নিঃসন্দেহে লম্বা। তবে সৌম্য মনে করেন, ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি চিন্তা করলে সিদ্ধান্তটা ঠিকই আছে। এছাড়া শ্রীলংকায় গিয়ে প্রস্তুতির প্রয়োজনও আছে।

সৌম্য বলেন, ‘আমাদের দলটা পরিবারের মতো। সবাইকে সবার নিরাপত্তার কথা চিন্তা করেই কোয়ারেন্টাইনে থাকতে হবে। নিয়মগুলো মানতে হবে। কারণ যেকোন একজনের মধ্যে (করোনা) চলে আসলে বাকিদেরও সমস্যায় পড়তে হবে। আর শ্রীলংকায় বেশিদিন থাকাকে টিম ওয়ার্ক হিসেবেই ধরতে হবে।’

বাংলাদেশ দল আগামী ২৩ কিংবা ২৪ সেপ্টেম্বর শ্রীলংকা সফরের জন্য দেশ ছাড়বে। ২৪ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে খেলবে সিরিজের প্রথম টেস্ট। সৌম্য চান যেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেট শেষ করেছিলেন সেই ফর্ম ধরে রেখে শুরু করতে। মাঠে নামার আগে চান শতভাগ প্রস্তুত হতে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।