করোনায় আরো ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৬৬

ক্রাইমবার্তা রিপোট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৭৬৬জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৯১ জনে। মোট শনাক্ত দুই লাখ ৭১ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় এক হাজার ৭৫২ জন এবং এখন পর্যন্ত এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৮৭টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৫৭ টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।