rbt

নবজীবন ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউট এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

নবজীবন এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

নবজীবন এর উদ্যোগে গতকাল ১৫ আগষ্ট ২০২০ জাতীয় শোক দিবস পালন করা হয়। সকালে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০.০০ টায় মূল আলোচনা অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করা হয়। পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবজীবন সংস্থার নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির জীবনে ১৫ আগষ্ট ১৯৭৫ সাল এক নির্মমতর কালো অধ্যায় যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ব-পরিবারে দুঃষ্কৃতিকারীদের নির্মমতার শিকার হয়ে বাঙালি জাতিকে অসহায় অবস্থায় রেখে পরলোকে পাড়ি জমান। বঙ্গবন্ধু আধুনিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে যে রূপকল্প নির্মান করেছিলেন তা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সেদিন। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার সেই অসম্পূর্ণ স্বপ্নের বাস্তবায়ন প্রতিনিয়তই করে চলেছেন শক্ত ও দক্ষ হাতে। শোকাবহ সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করে কিভাবে এগিয়ে যেতে হয় তা প্রমান করেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে দেশ চরম পরিস্থিতিতে উপনিত না হয়ে তার গতিশীলতাকে ধরে রেখে এগিয়ে যাচ্ছে, এটি শেখ হাসিনার অনন্য অবদান হিসাবে উল্লেখ করেন প্রধান অতিথি। এছাড়া আগামী বাংলাদেশকে একটি অত্যাধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য স্ব স্ব অবস্থানে থেকে আন্তরিক প্রচেষ্টা ও উন্নয়ন কর্মকান্ড অব্যহত রাখার জন্য নবজীবনের সকল কর্মকর্তা ও কর্মচারীকে আহবান জানান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা, আমার দেখা নয়াচীন, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক গ্রন্থ উপহার হিসাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের হিসাব সহকারী মুক্তিযোদ্ধা ইউনুস আলী, নবজীবন ইনস্টিটিউটের সহকারী শিক্ষক অতনু বোষ, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের আরএস বিভাগীয় প্রধান সুমন রেজা, প্রজেক্ট ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান, মাইক্রোফাইন্যান্স এর শাখা অফিসের হিসাবরক্ষক ডিএম কামরুল ইসলাম, মানবসম্পদ বিভাগের প্রধান মোঃ মিজানুর রহমান, নবজীবন মেডিকেল ইন্সটিটিউটের বিভাগীয় প্রধান ডঃ আমিনূল কবীর, নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ এবং নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর মোঃ ফকরউদ্দীন আলী আহম্মদ। আলোচনা অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে এবং বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন নবজীবন ইনস্টিটিউটের সহকারী শিক্ষক কাজী মফিজুল হক। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান বাচ্চু মুন্সি।

বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরতলীর কদমতলাস্থ প্যারামেডিকেল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ এম এ হান্নান। এ সময় তিনি বলেন, আজ বাঙালি জাতির শোকের দিন। ইতিহাসের কলঙ্কিত কালো দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায়। ৪৫ বছর আগে এ দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। তিনি হত্যাকারীদের দেশে ফিরিয়ে এসে বিচারের রায় দ্রুত কার্যকরের দাবী জানান। আলোচনা সভায় অংশগ্রহণ করেন ইমরান হোসেন, মিন্টু রহমান, শামীম হোসেন, ইমরান হোসেন, সানজিদা ওয়াহিদ, ফাহিমা আক্তার জুলি, ফেরদৌসী আরা, রেশমা খানম, রোকেয়া খানম প্রমূখ। ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফুল ইসলাম।

Check Also

ভারতে মাওবাদী অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে বিস্ফোরণ : নিহত ৯

ভারতে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলায় নয়জন নিহত হয়েছে। মাওবাদী দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।