করোনা চিকিৎসায় সাতক্ষীরা মেডিকেল পেল হাই-ফ্লো নজেল ক্যানুলা ও বিআইপিএপি মেশিন

ক্রাইমবার্তা রির্পোট :   করোনা চিকিৎসার জন্য সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একটি হাই-ফ্লো নজেল ক্যানুলা ও দুটি বিআইপিএপি মেশিন প্রদান করা হয়েছে। করোনা রোগীদের জরুরি ভিত্তিতে অক্সিজেন দেওয়ার জন্য এসব যন্ত্রপাতি খুবই প্রয়োজন।

আজ মঙ্গলবার বেলা ১১টায় এক অনুষ্ঠানে এসব যন্ত্রপাতি হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে প্রদান করা হয়। সাতক্ষীরা শহরের কাছারিপাড়ায় টাউন স্পোর্টিং ক্লাবের মিলনায়তনে ক্লাবের সভাপতি শেখ আজাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান।

সাংসদ মীর মোস্তাক আহমেদ বলেন, টাউন স্পোটিং ক্লাব শুধু খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে নয়, সামাজিক কাজেও তারা সবচেয়ে এগিয়ে। একটি হাই-ফ্লো নজেল ক্যানুলা ও দুইটি বিআইপিএপি মেশিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করায় রোগীরা উপকৃত হবেন।

Check Also

‘আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখনো অনেকে আমাদের অভ্যুত্থানকে মেনে নিতে পারেনি। সেজন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।