ক্রাইমবাতা রিপোটঃ সাতক্ষীরা: করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আজ শুক্রবার সকাল আটটার দিকে তিনি মারা যান। মারা যাওয়া ওই ব্যক্তির নাম আলাউদ্দিন (৫৫)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার নয়াহাটি গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস মণ্ডল বলেন, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আলাউদ্দিনকে তাঁর স্বজনেরা ৮ আগস্ট দুপুরে হাসপাতালে নিয়ে আসেন। আইসোলেশন ইউনিটে রেখে তাঁর চিকিৎসা শুরু হয়। অবস্থার অবনতি হলে গত বুধবার তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে আজ সকালে তিনি মারা যান। তাঁর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তিকে দাফন করার জন্য বলা হয়েছে। তাঁর বাড়ি লকডাউনের জন্য প্রশাসনকে জানানো হয়েছে
সাতক্ষীরা মেডিকেল কলেজ সূত্র জানায়, করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৮১ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।