নূরুজ্জামান কাশিমাড়ী (শ্যামনগর): ঘূর্ণিঝড় আম্পানের পর এবার ভারীবৃষ্টিপাত ও নদীর প্রবল জোয়ারের কারনে আবারও সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের ঝাপালী খোলপেটুয়া নদীর রিং বাধ ভেঙে গেছে। নতুন করে লবন পানি প্রবেশ করছে এলাকায়।
২১ আগস্ট (শুক্রবার) বিকাল সাড়ে ৩টার দিকে টানা বৃষ্টিপাত ও প্রবল জোয়ারে খোলপেটুয়া নদীর পানির উচ্চতা বৃদ্ধির ফলে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেওয়া সেই রিং বাঁধের ১২/১৫ মিটারের মত জায়গা নতুন করে ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। এমতাবস্থায় কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফের নেতৃত্বে এলাকাবাসী পুনরায় শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত রিং বাধ মেরামতের কাজ করে কিছুটা অংশের পানি আটকানোর চেষ্টা করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) জেনারেটরের সাহায্যে আলো জ্বালিয়ে এলাকাবাসী কাজ করছিল।
কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ জানান, আমি তাৎক্ষণিক ভাঙন কবলিত স্থানে এলাকাবাসীর সাথে নিয়ে রিং বাধ মেরামতের কাজ করছি। গভীর রাত পর্যন্ত পানি আটকানোর চেষ্টা করছি। এলাকাবাসী পূর্বের ন্যায় এবারও স্বেচ্ছাশ্রমে কাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো সাজ্জাদুল হক জানান, বিকাল সাড়ে ৩টার দিকে রিং বাধের ৮/১০ মিটারের মত ভেঙে গেছে। এখন পর্যন্ত প্রায় দেড়’শ থেকে দুই’শ এলাকাবাসী এই বাধে কাজ করছে। আমরা আশাকরছি এই ভাটার মধ্যেই পানি আটকানো সম্ভব হবে।