ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আগামী ২২সেপ্টেম্বর। ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ আগস্ট সকাল ৯টার সময়। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ২৬আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, নির্বাচন কমিশনার কর্তৃক খসড়া ভোটার তালিকার ওপর আপত্তির শুনানি ২৭ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ একইদিন বিকাল ৫টায়। মনোনয়নপত্র বিতরণ ৩১ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৫টা, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা, মনোনয়নপত্র বাছাই ৬সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ৭ সেপ্টেম্বর বিকাল ৩টায়। অনুষ্ঠিতব্য নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১০সেপ্টেম্বর সকাল ১০টায়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা অফিসার্স ক্লাবে। ভোট গ্রহণ ব্যতীত নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে নির্বাচন কমিশনারের কার্যালয়ে। এছাড়া যাবতীয় তথ্য পাওয়া যাবে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার নোটিস বোর্ডে। এবার মোট ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হচ্ছে- সহ-সভাপতি ৪ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম-সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, সদস্য (পুরুষ) পদে ১৮ জন। এর মধ্যে ২টি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সদস্য (মহিলা) পদে ২টি পদ সংরক্ষিত থাকবে।
Check Also
অস্থায়ী পাসে সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা
অস্থায়ী পাস নিয়ে সোমবার থেকে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা। বিএসআরএফ সদস্যসহ যারা সচিবালয়ে নিয়মিত যুক্ত …