নুরুজ্জামান: কাশিমাড়ি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কাশিমাড়ীর জয়নগর গ্রামের একই পুকুরে ডুবে ২শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে। মৃত্যুববরণকারী মেয়ে আব্দুল হক এর মেয়ে হালিমা খাতুন, ৪বছর। অপর জন সাইফুল ইসলাম এর শিশু পুত্র তরিকুল ইসলাম, ৪বছর ৬ মাস।
সংশ্লিষ্ট ০৫ নং ওয়াডের ইউপি সদস্য জহুরুল হক মোল্যা জানান, দুপুর ১টার দিকে উভয় শিশুর পরিবার থেকে খোঁজাখুঁজি শুরু হলে বাড়ির পাশের পুকুরে মেয়ে শিশুর লাশ ভেসে উঠতে দেখতে পায় তার পরিবারের সদস্যরা। এমতাবস্থায় পুকুরে খোঁজাখুজি করলে অপর ছেলে শিশুর লাশ পায় তার স্বজনরা। তবে স্থানীয়দের দাবী দুপুরে খেলা করার সময় উভয় শিশু পুকুরে গেলে সেখানে পানিতে তাদের মৃত্যু হয়। একই জায়গায় উভয় শিশুর মৃত্যুতে তাদের পরিবার সহ এই এলাকায় শোকের মাতম চলছে।
Check Also
আসামি করেও এখন আ.লীগ নেতা নাছিরের নাম বাদ দিতে চান বাদী
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় করা একটি মামলা থেকে আসামি নগর আওয়ামী লীগের সাধারণ …