তালায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ১২টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

মো: আকবর হোসেন: তালা:   সাতক্ষীরা তালা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১২টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় মঙ্গলবার সকালে তালা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে পোনা অবমুক্ত কর্মসূচীর উদ্বোধন করা হয়।


মাছ অবমুক্ত করণ করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা  খাঁ বাবলি,কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন,বৈজ্ঞানিক কমকর্তা আজারুল হক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ^াসসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,  বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর উপজেলার ১২টি পুকুরে রাজস্ব খাতের আওতায় ৪৫৫ কেজি রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।