স্পোর্টস রিপোর্টার: দীর্ঘ পাঁচ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। মঙ্গলবার রাত ২টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেমেই ঢাকাস্থ নিজ বাসায় চলে যান সাকিব। এই মুহূর্তে সাকিবের দেশে ফেরার উদ্দেশ্যই হলো অনুশীলন শুরু করা। যদিও এখনই অনুশীলন ফিরতে পারছেন না তিনি। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করতে পারবেন। অবশ্য গতকাল (বুধবার) দিবাগত রাতে দেশে অবতরণের কথা ছিল সাকিবের। তবে শেষমূহুর্তে ফ্লাইট শিডিউল বদলে মঙ্গলবার দিবাগত রাত ২টায়ই দেশে ফিরে এসেছেন তিনি। এর আগে বিকেএসপি থেকে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে সেখানে অনুশীলন করবেন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন সাকিব। তারপর থেকে সেখানেই অবস্থান করছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটাররটি। স্পষ্ট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। যার মেয়াদ শেষ হবে আগামী ২৮ অক্টোবর। ফলে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে খেলার সুযোগ পাবেন এই অলরাউন্ডার। সেই লক্ষ্যেই দ্রুত অনুশীলন শুরু করতে যাচ্ছেন তিনি। নিষেধাজ্ঞার সময়কালে সাকিব অনুশীলনের জন্য বিসিবির কোনও সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন না। এই কারণেই সাকিব নিজ উদ্যোগে বিকেএসপিতে অনুশীলন করবেন। সেখানে তাকে ট্রেনিং করাবেন তার শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দীন। বাংলাদেশ দলের শ্রীলংকা সফরের তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট আগামী ২৪ অক্টোবর শুরু হওয়ার কথা রয়েছে। সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার চার দিন আগে শুরু হবে সেই টেস্ট। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্ট থেকেই তাকে দলে পাওয়া যেতে পারে। তবে দল শ্রীলংকা সফরে যাওয়ার সময়ও নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সাকিব দলের সঙ্গে শ্রীলংকা যতে পারবেন না। যেতে হবে প্রথকভাবে। এদিকে বিকেএসপি সূত্রে জানা গেছে, শ্রীলংকা সিরিজের প্রস্তুতির জন্য ঢাকায় ফেরার এক কী দুই দিন বাদে করোনা পরীক্ষা করাবেন সাকিব। পরীক্ষায় পজিটিভ হলে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। আর নেগেটিভ হলে দু-একদিনের মধ্যেই বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন তিনি।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …