প্রতাপনগরে ভাঙ্গন কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান

রুহুল কুদ্দুস : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা শ্রীপুর, কুড়িকাহুনিয়া, হরিশখালি ও চাকলাসহ ক্ষতিগ্রস্থ এলাকায় ৩৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। বুধবার সকালে প্রতাপনগর ইউনিয়নের লস্কর-ই খাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি বলেন, আপনারা যে যে দল করেন না কেন আমার কোন আপত্তি নেই, কিন্তু যে দল নাশকতা করে মানুষকে আগুনে পুড়িয়ে মারে, দেশকে অচল করার জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সেদল আপনারা করবেন বলে আমি বিশ্বাস করিনা। যদি কেউ সরকারের দেওয়া ত্রাণসামগ্রী আত্মসাৎ করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরোও বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে ভাঙ্গন কবলিত এলাকার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে যোগাযোগ অব্যাহত রেখেছি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা/আশাশুনি সার্কেল) শেখ ইয়াছিন আলী, সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ওসি) মহিদুর রহমান, আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, এসআই হাসানুজ্জামান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ। ত্রাণ বিতরণ শেষে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার।

Check Also

সাতক্ষীরায় ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ গ্যালন ফরমালিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। তবে এসময় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।