সাতক্ষীরায় পানিবন্দী মানুষের চলাচলে সাতক্ষীরা পৌরসভার ফ্রি বাহণ উদ্বোধন

ক্রাইমবার্তা রিপোট: সাম্প্রতিক অতি ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনী এলাকার পানিবন্দী দুর্গত মানুষের চলাচলের সুবির্ধার্থে পৌরসভা কর্তৃক প্রদত্ত ফ্রি বাহণ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ০৫টায় ফ্রি বাহণ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় তিনি বলেন, ‘অতি ভারী বর্ষণে বদ্দিপুর কলোনী, পুলিন পাড়া, আলিয়া মাদ্রাসা পূর্ব পাড়া ও তালতলা ঋষি পাড়ার প্রায় ২/৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ৫টি কাচা ঘর পড়ে যাওয়ায় তাদের ঘর সংস্কার বাবদ ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং পানিবন্দী অসহায় পরিবারদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে। জলাবদ্ধতা নিরসনে ড্রেণ করে পানি নিষ্কাশন সম্ভব নয়। গত বারের মত সেচ পাম্প দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। একদিনে সেচ পাম্প দিয়ে যে পরিমান পানি নিষ্কাশন করা হচ্ছে। অতি বর্ষণের ফলে এক ঘন্টা পানি হলেই আগের চেয়ে বেশি পানি বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা পৌরসভা সব সময় উন্নত নাগরিক সেবা দিতে প্রস্তুত আছে। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে মরিচ্চাপ ও বেতনা নদী আবার খনন করতে হবে।’ এসময় সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুস সেলিম। সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

আশাশুনির তুয়ারডাঙ্গা বাজারে জামায়াতের অফিস উদ্বোধন 

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার(৮ জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।