স্বামী যে সড়কে নিহত সেখানেই পিকআপ চাপায় স্ত্রীর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে পিকআপভ্যান চাপায় রোকেয়া খাতুন (৬৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। একই স্থানে তিন বছর আগে রোকেয়ার স্বামী মেছের আলীও সড়ক দুর্ঘটনায় মারা যান।

স্থানীয়রা জানান, সকালে রোকেয়া খাতুন নাতিকে নিয়ে বাড়ির পার্শ্ববর্তী সবজি ক্ষেত থেকে ফিরছিলেন।  মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়ক পার হওয়ার সময় মেহেরপুরগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খান জানান, পিকআপভ্যান চালককে আটকের চেষ্টা চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

পঁচিশেই নির্বাচন চায় বিএনপি ও সমমনারা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।