সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। শুক্রবার নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতার মাজার জিয়ারত করেন। পরে সেখানে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নব গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠানে সভাপতিত্ব সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এসএম শওকাত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী। এসময় আরো উপস্থিত ছিলেন সহসভাপতি আসাদুজ্জামান অছলে চেয়ারম্যান, আব্দুল কাদের, ফারুক হোসেন, এড. স্যামুয়েল ফেরদৌস পলাশ, যুগ্ম সাধারন মোস্তাফিজুর রহমান নাছিম, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাছুম, প্রভাষক হাসান মাহমুদ রানা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর আত্মার মাগফেরাত কামনা করে তার জন্য দোয়া করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …