জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শ্বাসকষ্ট-জ্বরে আক্রান্ত এ অভিনেতা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন। উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকে করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মো: রিয়াজ উদ্দিন।
গতকাল শুক্রবার সাদেক বাচ্চুর করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন তাকে করোনাভাইরাসের চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক-চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছেন, ‘সাদেক বাচ্চু ভাইয়ের করোনা পজিটিভ এসেছে। তার চিকিৎসা চলছে। সবার কাছে তার জন্য দোয়া চাইছি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর সাদেক বাচ্চুকে হাসপাতালে নেয়ার পর তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। পরীক্ষার পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
আগের চেয়ে তার শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে বলেও জানা যায়।
পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মঞ্চে, বেতারে, টিভিতে, সিনেমায়, সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চুর। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এই পরিচয়েই দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে পড়ে গুণী এই অভিনেতার।