দিনাজপুর পার্বতীপুরে দৃষ্টিপ্রতিবন্ধী মাদরাসাছাত্রকে প্রকাশ্যে পিটিয়েছেন এক স্কুলশিক্ষক। পরে ফেসবুকে ভাইরাল হয়েছে ওই মারধরের ভিডিও। এ ঘটনায় ছাত্রের বাবা গত শুক্রবার রাতে থানায় মামলা করলে রাতেই অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকবোয়ালিয়া মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র সাকিব আহম্মেদ দৃষ্টিপ্রতিবন্ধী। তার বাড়ি আটরাই গ্রামে। সাকিব তার দাদির কাছে থাকে। গত বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল হুদা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির তাকে রাস্তায় ধরে বেদম মারধর করেন। সেই সঙ্গে তাকে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেন। ওই মারধর ও হুমকির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শিক্ষকের কর্মকাণ্ডের নিন্দা জানান অনেকেই।
ছাত্রের বাবা মোজাহেদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির, স্ত্রী জেসমিন আক্তার, ভাই হেলাল ও ছেলে সৌরভকে আসামি করে থানায় মামলা করেছি।
অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির দাবি করেন, খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিবেশী সাকিব আহম্মেদ তার ছেলে সৌরভকে মারধর করায় তিনি তাকে শাসন করেছেন। নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, তার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবিরকে গ্রেফতারের বিষয়টি তিনি শুনেছেন। ছাত্রকে মারধরের ভিডিওটি দেখেছেন। তিনি বলেন, এভাবে কাউকে মারধর করা ঠিক হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। অফিস খুললে বিষয়টি দেখা হবে।
পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ছাত্রকে প্রকাশ্যে মারধর করার ঘটনায় থানায় মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।