রুহুল কুদ্দুসঃঅাশাশুনিঃ অতিবর্ষণ ও প্রবল জোয়ারে নদীর পানি বৃদ্ধি পেয়ে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এবং প্লাবিত এলাকার মানুষের যাতায়াতের জন্য নৌকা বিতরণ করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
সোমবার দুপুরে উপজেলা চত্বরে এ নৌকা বিতরণ করা হয়। এসময় প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আবদুল গণি গাজীর ছেলে মোঃ আবুল হোসেন, কল্যাণপুর গ্রামের মৃত সুরত আলী মিস্ত্রি এবং শ্রীউলা ইউনিয়নের আবুল হোসেন মোল্ল্যার ছেলে আব্দুল্লাহ মোল্ল্যাকে নৌকা বিতরণ করা হয়েছে। বিতরণকালে সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমখ উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …