বয়স্ক ভাতার কার্ড দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আ’লীগ নেতার বিরুদ্ধে। এঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন একাধিক ভুক্তভোগীরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বিষয়টি।
অভিযোগ সূত্রে জানা গেছে, লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মৃত মোক্তার সরদারের পুত্র সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সরদার প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার কার্ড দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আদায় করে। সম্প্রকি একই এলাকার চাঁদ আলী গাজীর পুত্র নওশের আলীর কাছ থেকে কার্ড দেওয়ার নাম করে ৩ হাজার টাকা এবং সেটেলমেন্ট অফিস থেকে জমি রেকর্ড করিয়ে দেওয়ার নাম করে ১৬ হাজার টাকা আদায় করে আত্মসাথ করে। এছাড়া মানষিক প্রতিবন্ধী মর্জিনা খাতুন ভাতার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য শাসিয়ে যান। এঘটনায় তার পুত্র আব্দুল্লাহ আল মামুন স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে অভিযুক্ত নজরুল সরদার ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার মর্মে পত্রিকায় একটি বিবৃতি প্রদান করেন।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …