স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা প্রাণ সায়ের খালের ধারে দ্বিত্বীয় দিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে।
আজ তৃতীয় দিনেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরা কে জলাবদ্ধতা মুক্ত করার লক্ষে ও প্রাণ সায়ের খালের প্রাণ ফিরিয়ে দিতে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ গতকাল সাড়ে নয়টায় শুরু হয়। পর্যায়ক্রমে দশটি অবৈধ পাঁকা ঘর উচ্ছেদ করেন। এসময় উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় ইন্দ্রজিৎ সাহা, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশিদুর রহমান, সহকারী প্রকৌশলী দিপঙ্কর কুমার দাশ সহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।