২৪ ঘণ্টায় প্রাণ গেলো ৪৩ জনের , শনাক্ত ১৭২৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭২৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮০২ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৯জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৪৮ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ২৭ শতাংশ।

Check Also

ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি  মার্কিন (২ বিলিয়ন) ডলারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।