শ্যামনগর উপজেলার নূরনগর দূরমুজখালী বিজিবি ক্যাম্প পুকুরের পানির পথ উন্মুক্তের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল সকাল দশটায় বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রধান সড়কে দূরমুজখালী, কুলতলী, নৈকাঠী, গোনা, শিবচন্দ্রপুর, মিন্দিনগর সহ বিজিবি ক্যাম্প সংলগ্ন ভুক্তভোগী শত শত নারী পুরুষ একত্রিত হয়ে এই মানববন্ধন করে। মানববন্ধনে ভুক্তভোগী শত শত এলাকাবাসীর দাবি তাদের বাড়ির আশেপাশে লবণাক্ত পানির ঘের, নদী এবং লবণাক্ত জায়গা। তাদের সুপেয় এবং মিষ্টি পানির একমাত্র ভরসা বিজিবি ক্যাম্পের পুকুর। তারা দীর্ঘ কয়েক যুগ ধরে বিজিবি ক্যাম্প পুকুরের পানি ব্যবহার করে জীবন ধারণ করছে। হঠাৎ করে বিজিবি ক্যাম্প কর্তৃক ক্যাম্পের চারিপাশে কাঁটাতারের বেড়া দেওয়াই তাদের পুকুরে যাওয়া আসার পথ বন্ধ হযে যায়। উক্ত পুকুরে যাওয়া আসার পথ উন্মুক্তের দাবিতে ভুক্তভোগী এলাকাবাসীরা বিজিবি ক্যাম্প, স্থানীয় প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
Check Also
সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …