নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নির্বাচনে ব্যবসায়ীদের মাঝে হরিণ মার্কার লিফলেট বিলি করে ভোট চাইলেন সেক্রেটারী প্রার্থী আব্দুর রহিম বাবু। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ০১টায় সুলতানপুর বড় বাজারে শহর কাচা ও পাঁকা মাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সেক্রেটারী প্রার্থী সাবেক মেম্বর মো, আব্দুর রহিম বাবু হরিণ মার্কার লিফলেট বিলি ও নির্বাচনী গণসংযোগ করেছে। এসময় সেক্রেটারী প্রার্থী মো. আব্দুর রহিম বাবু ভোটার ও ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে হরিণ মার্কার লিফলেট বিলি ও সমিতির সার্বিক উন্নয়নে মুল্যবান ভোট দিয়ে সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে ও সুখে দুঃখে পাশে থেকে কাজ করতে হরিণ মার্কায় একটিবার ভোট দেওয়ার আহবান জানান।’ এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আসাদুজ্জামান, মো. আব্দুল হাকিম, মো. রজব, শরিফুল ইসলাম, নুরুল আমিন বাবু, মো. আব্দুল হামিদ হামে. মোন্তেজ, রাজিব, আসাদ, সুমন, পার্টনার প্রমুখ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …