সাতক্ষীরায় রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

ফিরোজ হোসেন :প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম, এই মূলমন্ত্রকে সামনে রেখে
হৃদরোগ, ক্যান্সার, ডায়রিয়া, ডেঙ্গু, করোনাসহ নানাবিধ অসংক্রামক ও সংক্রামক ব্যাধি রোধকল্পে সাতক্ষীরা সিভিল সার্জন অফিস কর্তৃক ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালের সম্মুখে উক্ত কার্যক্রমসমূহের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ হুসাইন শাফায়াত এবং সাতক্ষীরার কৃতি সন্তান    যশোর জেলার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন। এসময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন  পুলক চক্রবর্ত্তী, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা
 ডাঃ জয়ন্ত সরকার, এমওডিসি, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা, ডাঃ সাইফুল্লাহ আল কাফি, ডাঃ মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
  স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকার আহবানে স্বাস্থ্য শিক্ষা শাখা, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা এ কার্যক্রমের উদ্যোগ এ কর্মসূচির উদ্বোধন হয়।কর্মসূচীর মধ্যে রয়েছে সাতক্ষীরার জনগুরুত্বপূর্ন স্থানসমূহে স্বাস্থ্য তথ্যসম্বলিত তথ্য বোর্ড/ ফেস্টুন ঝুলানো, নিয়মিত পথ প্রচার/ মাইকিং, লিফলেট বিতরন ও পোষ্টার ঝুলানো, হাসপাতাল হেলথ এডুকেশন ও ডিজিটাল প্রচারনাসহ নানা কর্মসূচী।

Check Also

সুন্দরবনে পরিবারের সঙ্গ: কাইয়ুম রাজের আনন্দঘন ভ্রমণ

আমি এবিএম কাইয়ুম রাজ। এবারের ঈদে আমি নানুবাড়ি গিয়েছিলাম। ঈদের আনন্দ পরিবারের সবার সঙ্গে ভাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।