জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন: জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেলে যুক্ত হচ্ছে একের পর এক স্পোর্টিং ক্লাব

স্টাফ রিপোর্টার : এ যেন জড়তা কাটিয়ে জোয়ারে ফেরা। একের পর এক ক্লাবগুলো একাত্বতা ঘোষণা করছে জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেলে। গণসংযোগকালে জেলার বেশিরভাগ ক্লাব ধারাবহিকভাবে জেলা ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে সমর্থন জানিয়ে আসছে। আগের দিনের মাতো গত বৃহস্পতিবারও গণসংযোগ করেন জেলা ক্লাব ঐক্য পরিষদের প্রার্থীরা। এসময় নতুন করে আরও ৫টি ক্লাবের সম্মানিত কর্মকর্তারা সদ্য সাবেক সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক একেএম আনিছুর রহমানের নেতৃত্বে গঠিত জেলা ক্লাব ঐক্য পারিষদের প্যানেলে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। জয়ের লক্ষ্য নিয়ে গতকাল জেলা ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে নতুন করে যোগ হওয়া স্বনামধন্য ক্লাবগুলোর হলো জোড়দিয়া স্পোর্টি ক্লাব, গাভা ক্রীড়া সংস্থা, দহাকুলা মিতালী সংঘ, সুলতানপুর আজাদী সংঘ ও সুলতানপুর ক্লাব। আসন্ন নির্বাচন ঘিরে ভোটাররাও করছেন চুল চেরা বিশ্লেষন। গতকাল গণ-সংযোগকালে জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা ব্যাঙদহ বাজারে পৌঁছালে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। সাজেক্রীস-এর নির্বাচন ঘিরে আগ্রহের কমতি নেই যেন মাঠের বাইরের ক্রীড়া ভক্তদেরও। এসময় সেখানে জোড়দিয়া ক্লাব কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের সময় উপস্থিত হন ক্রীড়া ভক্তসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। এক পর্যায়ে সেখানে সৃষ্টি হয় জনসভার মতো জনসমাবেশ। প্রার্থীরা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দিন গড়ানোর সাথে সাথে পাল্লাও ভারী হচ্ছে জেলা ক্লাব ঐক্য পরিষদের। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ব্যবসায়ী ও সমাজসেবক একেএম আনিছুর রহমানের নেতৃত্বে গতকাল দিনভর চলে এ গণ-সংযোগসহ ভোট কার্যক্রম। গণ সংযোগকালে ক্লাব প্রাঙ্গন গুলো হয়ে ওঠে উৎসব মুখর। এসময় প্রার্থীরা ভোটার, কর্মী সমর্থক শুভানুধ্যায়ী ও বিশিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়ের পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন। আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে দুটি প্যানেল। প্যানেলের একদিকে রয়েছেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমানের নেতৃত্বে জেলা ক্লাব ঐক্য পরিষদ। নির্বাচনকে নিয়ে জেলার ক্রীড়াঙ্গনে চলছে নানা জল্পনা-কল্পনা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২২ তারিখের ভোটে প্যানেলের সকল প্রার্থীরা তাদের জয়ের ব্যাপারে আশাবাদী। গণ সংযোগকালে ভোটাররা জানান, জেলা ক্লাব ঐক্য পরিষদের ব্যানারে আছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী। যারা তরুণ তারা খেলা ও খেলা সংশ্লিষ্ঠ উন্নয়ের কথাই ভাবেন। সব মিলে সর্বজন গ্রহণযোগ্য জলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেল। জেলা ক্লাব ঐক্য পরিষদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন সহ-সভাপতি। তারা হলেন, মো: মিজানুর রহমান চৌধুরী, ফিরোজ আহমেদ, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আশরাফ আলী। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে কাজী কামরুজ্জামান, যুগ্ম-সম্পাদক পদে মো. সাইদুর রহমান শাহীন ও মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ পদে আল-আমিন কবির চৌধুরী ডেভিড। আর ১৮ জন নির্বাহী সদস্য পদে মো. আব্দুল মান্নান, মো. ইদ্রিস আলী বাবু, মো. হাবিবুর রহমান, মো. রুহুল আমীন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সৈয়দ জয়নাল আবেদীন জসি, মো. লুৎফর রহমান সৈকত, মির্জা মনিরুজ্জামান কাকন, মো. রাশিদুজ্জামান সুমন, কাজী আক্তার হোসেন, শেখ হাবিবুর রহিম রিন্টু, শেখ তানজিম কালাম তমাল, শেখ মনিরুজ্জামান ও শেখ হেদায়েতুল ইসলাম। এদিকে ২টি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের জন্য সংরক্ষিত পদে জহুরুল হায়দার ও মো. জিয়াউল-বিন-সেলিম যাদু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।