স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী ত্রি-বার্ষিক নির্বাচন আজ। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। পছন্দের প্রার্থীকে জয়ী করতে মরিয়া হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। নির্বাচনের তফসিল ঘোষনার পূর্বে থেকে ভোটের আমেজ সৃষ্টি হয় বড় বাজারে। সকাল থেকে গভীররাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পেপার পোষ্টার ছেয়ে ফেলেছে বড় বাজারের সকল সড়ক। আজ সকাল ৮ টায় বড় বাজার ভোট গ্রহণ শুরু হবে চলছে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক ১৩ পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সভাপতি পদে লড়ছেন কবিরুল হাসান বাদশা ও মোঃ জবেদ আলী, সাধারণ সম্পাদক পদে রওশন আলী প্রতিদ্বন্দি করছেন। নির্বাচনে ৬২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সাধারণ ব্যবসায়ীরা জানান এমন প্রার্থীকে তারা ভোট দিবেন যিনি ব্যবসায়ীদের বিপদে এগিয়ে আসবেন। সমিতির কল্যানে কাজ করবেন। সাতক্ষীরা সুলতানপুর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও সাতক্ষীরা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু দৃষ্টিপাত কে জানান ব্যবসায়ী সমিতির নির্বাচন সুন্দর ও সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …