সাতক্ষীরা সংবাদদাতা: দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা ও স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার সহকারী সম্পাদক মো. সাখাওয়াতউল্যার গর্ভধারিনী মা ফাতেমা খাতুন (৮০) না ফেরার দেশে পাড়ি দিয়েছে (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পরিবার পরিজন আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহীদের শোকের সাগরে ভাসিয়ে রবিবার (২০ সেপ্টেম্বর ২০২০) ভোর ৩:৪৫ মিনিটে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন। মরহুমা ফাতেমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মরহুম ছাদেক আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে থাইরয়েড সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। রবিবার জোহরের নামাজ অন্তে মরহুমার জানাজা নামাজ শেষে তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়।
এর আগে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে জমিয়াতুল মোর্দারেসিন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী আলতাফ হোসেন,সদর শাখার সভাপতি অধ্যক্ষ মো: রুহুল আমিন, সুপার মুনতাসিম বিল্লাহ,মাওলানা কিবরিয়া,রিয়াজুল ইসলামসহ অনেকে মরহুমার আতœার মাগফিরাত কামনা করে স্মৃতিচারণ মূলক আলোচনা করেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …