ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটিয়েছে রিভারসাইড

সরদার হাসান ইলিয়াছ তানিম, সাতক্ষীরা:  রিভারসাইড ওয়েলফেয়ার ট্রাস্ট, ইসলামের আলো ছড়িয়ে দিতে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, এতিম বাচ্চাদের পড়ালেখার খরচ বহন, শিক্ষা উপকরণ দেওয়ার সাথে করে যাচ্ছে দু:স্থদের সহযোগিতা। শীতের মৌসুম এলে ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কাজটিও করছে। দক্ষিণ উপকূলের জেলা সাতক্ষীরায় স্বেচ্ছাশ্রমে চলা সামাজিক সংগঠনের কথা বলছিলাম। সংগঠনটির নাম ‘রিভার সাইড ওয়েলফেয়ার ট্রাস্ট’।

গত প্রায় ৭ বছর ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের পাশে দাড়িয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের পাশে দাড়ানোর ব্রত নিয়ে ২০১৩ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু তাদের। এ বছর পথচলার ৬ বছর পেরিয়ে ৭ বছরে পদার্পণ করতে যাচ্ছে সংগঠনটি। গত কয়েক বছরে সংগঠনটির উল্লেখ্যযোগ্য কার্যক্রমের মধ্যে ছিলো ১০ টি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন।

প্রশিক্ষণ কেন্দ্রগুলোর শিক্ষকদের বেতনভাতাসহ যাবতীয় খরচ বহন করা হচ্ছে ট্রাস্ট থেকে। এছাড়াও সমাজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা করছে সংগঠনটি। ট্রাস্টের শিক্ষাবৃত্তি নিয়ে পড়ালেখা করছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী মুজাহিদ। তিনি বলেন, রিভারসাইড ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি আমি ও আমার পরিবার  কৃতজ্ঞ। আমার স্বপ্ন পূরণে তাদের অপরিসীম ভূমিকা রয়েছে।

ট্রাস্ট্রের নির্বাহী সদস্য মহিউল ইসলাম ফুয়াদ জানান, এতিম মেয়েদের বিবাহ দেওয়া, কখনও কখনও পরিবারগুলোর ভরণ পোষণের দায়িত্বও আমাদের ট্রাস্ট থেকে বহন করা হয়। এছাড়া প্রতিবছর নিয়মমাফিক ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এ বছরের শুরু থেকেই শীতের তীব্রতা বাড়ছে। তাই আগামী ১০ জানুয়ারি প্রথম দফায় সাতক্ষীরার শীতার্ত ছিন্নমূল মানুষদের মাঝে শীত বস্ত্র বিতণ করবে তারা বলে জানান তিনি।

এদিকে তাদের এই সমাজসেবামূলক কাজে সহযোগিতার সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা প্রয়োজন বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সরদার মাসুম বিল্লাহ। তিনি বলেন, বিত্তবান মানুষেরা যদি খুব অল্প করে হলেও এই দু:স্থ অসহায় মানুষদের সহায়তার জন্য এগিয়ে আসেন তাহলে এই জনপদে অসহায় মানুষ বলতে আর কেউ থাকবে না বলে আশা রাখতে পারি। সবার মুখে হাসি ফুটবে এটাই প্রত্যাশা আমাদের। রিভারসাইড ট্রাস্টকে আর্থিক সহযোগীতা পাঠাতে পারেন আপনিও।

# ডাচ-বাংলা ব্যাংক,সাতক্ষীরা শাখা(নাম ও হিসাব নং) : মহিউল ইসলাম /হিসাব নং – 180151144469 # বিকাশ (পার্সোনাল) – 01788792964 01944894719 # রকেট – 017778964756।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।