ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে লালবাগ থানায় দায়ের করা মামলার বাদী এবার নারী নির্যাতন আইনে কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন। এ মামলাতেও নুরসহ ছয় জনকে আসামী করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে রোববার রাতে নুরসহ ছয় জনের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার প্রতিবাদে বের করা মিছিল থেকে নুরসহ সাত জনকে গ্রেপ্তার করা হয়। চার ঘণ্টার নাটকীয়তা শেষে মুচলেকা নিয়ে পরে অবশ্য তাদের মুক্তি দেয়া হয়।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …