সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ২০২০ আজ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমানের নেতৃত্বে জেলা ক্লাব ঐক্য পরিষদ অপর দিকে বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান (বদু) নেতৃত্বে স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী জানাগেছে কার্যনির্বাহী পরিষদ সহ-সভাপতি চার সাধারণ সম্পাদক এক অতি: সাধারণ সম্পাদক এক, যুগ্ম সম্পাদক দুই, কোষাধ্যক্ষ এক জন এবং এই পরিষদে নির্বাহী সদস্য নির্বাচিত হবেন আঠার জন। নির্বাচনে জেলার বিভিন্ন ক্লাবের মনোনিত ১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ক্রীড়া সংস্থার নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে জেলার সর্বোত্ত। নিজেদের প্যানেল কে জয়ী করতে প্রার্থীরা জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন। জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে ভোটার প্রতিশ্র“তি দিচ্ছেন রিতিমত। শুধু তাই নয় জেলার প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে জাতীয় পর্যায়ে পাঠানোর আশ্বাসও দিচ্ছেন ভোটারদের। ক্রীড়া সংস্থার নির্বাচন এখন জেলার আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। জেলাবাসী তাকিয়ে আছেন শেষ হাসি কোন প্যানেল হাসবে জয়ের মালা কারা পরবে সেই দিকে। উভয় প্যানেল জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ দুটি প্যানেল তাদের যোগ্যতার মাপকাঠি ভোটারদের কাছে তুলে ধরেছেন। তবে ভোটাররা যে দিকে বেশি ঝুকবে সেই প্যানেল এ লড়াইতে জিতবে। জেলা ক্রীড়া সংস্থার চার বছর মেয়াদী নির্বাচনে জেলা ক্লাব ঐক্য পরিষদের প্যানেলে প্রতিদ্বন্দিতাকারীরা হলেন, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ফিরোজ আহমেদ, শেখ তহিদুর রহমান ডাবলূ, শেখ আশরাফ আলী, সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক একেএম আনিছুর রহমান, অতি: সম্পাদক কাজী কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ আল আমিন কবির চৌধুরী, সদস্য পদে আব্দুল মান্নান, ইদ্রিস আলী বাবু, হাবিবুর রহমান, মোঃ রুহুল আমিন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, সৈয়দ জয়নাল আবেদিন, লুৎফর রহমান, মির্জা মনিরুজ্জামান কাকন, রাশিদুজ্জামান সুমন, কাজী আক্তার হোসেন, শেখ মনিরুজ্জামান, শেখ হেদায়েতুল ইসলাম, জহুরুল হায়দার, জিয়াউদ্দিন বিন সেলিম, অপর দিকে স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদে প্রতিদ্বন্দিতা করছেন সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, মোঃ মুজিবর রহমান, মেহেদী হাসান, আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুল ইসলাম খান (বদু), অতি: সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের, ও শেখ আরিফুল হক, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু। সদস্য পদে লড়ছেন যারা- কবীর উদ্দিন আহমেদ, আহম্মদ আলী সরদার, আ,ম আখতারুজ্জামান মুকুল, কাজী সফিউল আযম, শেখ রফিকুর রহমান লাল্টু, খন্দকার বদরুল আলম, হাফিজুর রহমান খান বিটু, ইমাদুল হক খান, ইকবাল কবির খান বাপ্পি, জিএম সাইফুল ইসলাম, এসএম আব্দুল গফফার, মোঃ আলতাফ হোসেন, ময়নুল আরফিন, কবিরুজ্জামান রুবেল, স.ম সেলিম রেজা, মীর জাকির হোসেন, অপরদিকে মহিলা সংরক্ষিত কাউন্সিলর ফারহা দিবা খান সাথী ও শিমুল শামস বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …