স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার চার বছর মেয়াদী নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০টায় জেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ভোট বিরতীহিন ভাবে চলে বিকাল ৩টা পর্যন্ত। নির্বাচন কে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যানার ফেস্টুন আর লিফলেটে ছেয়ে রেখেছিল প্রার্থীরা। এ নির্বাচনে দুটি প্যানেল জোর প্রতিদ্বন্দিতা করে। সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ বদরুল ইসলাম খান (বদু) ও একেএম আনিছুর রহমান উভয়ে ৬৭ ভোট পান। পরে লটারীর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান (বদু) জয়ী হন। সহ-সভাপতি পদে বিজয়ী হলেন যারা, আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) (৭৪) ভোট, শেখ আশরাফ আলী (৭২) ভোট, আশরাফুজ্জামান আশু (৬৯) ভোট, আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী (৬৫), অতি: সাধারণ সম্পাদক মাহমুদ হাসান (মুক্তি) (৭১) ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহীন (৭৪) ভোট, ও মীর তাজুল ইসলাম রিপন (৭২) ভোট, কোষাধ্যক্ষ আল আমিন কবির চৌধুরী ডেভিট (৬৬) ভোট, নির্বাহী সদস্য বিজয়ী হলেন যারা- আ ম আখতারুজ্জামান মুকুল (৭২) ভোট, কাজী সফিউল আলম (৬৮) ভোট, ইমাদুল হক খান (৬৮) ভোট, ইকবাল কবির খান বাপ্পি (৬৪) ভোট, কবিরুজ্জামান রুবেল (৭৩) ভোট, স,ম সেলিম রেজা (৬২) ভোট, আব্দুল মান্নান (৭৪) ভোট, ঈদ্রিস আলী বাবু (৭৫) ভোট, রুহুল আমিন (৬৭) ভোট, খন্দকার আরিফ হাসান প্রিন্স (৭৪) ভোট, লুৎফর রহমান সৈকত (৭২) ভোট, মির্জা মনিরুজ্জামান কাকন (৭৯) ভোট, কাজী আক্তার হোসেন (৭২) ভোট, শেখ তানজিম কামাল (তমাল) (৭৯) ভোট, শেখ হেদায়েতুল ইসলাম (৬৩) ভোট, এড. জহুরুল হায়দার (৬৫) ভোট এবং বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন। ফারহাদিবা খান সাথী ও শিমুল শামস্। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন অতি: জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তানজিন রহমান।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …