পাইকগাছা প্রতিনিধি ॥
আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছা উপজেলা উপ-নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার দুপুর ১টায় আওয়ামীলীগ মনোনীত আনোয়ার ইকবাল মন্টু উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মোঃ রশীদুজ্জামান, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিন, জি.এম. ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এ্যাড. শেখ আবুল কালাম আজাদ ও কাজল কান্তি বিশ্বাস। অপরদিকে, দুপুর ২ টায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপলো বিএনপি যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপি আহবায়ক এ্যাড. জি.এম. আব্দুস সাত্তার, সামছুল আলম পিন্টু, আসলাম পারভেজ, তুষার কান্তি মন্ডল, প্রনব কান্তি মন্ডল, কলিঙ্গ রাজ, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন ও সাদ্দাম হোসেন। গত ১৭ জুলাই উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলীর মৃত্যুতে এ পদটি শুন্য হয়। উপজেলা নির্বাচন অফিসার কামালউদ্দীন আহম্মেদ বলেন, ৪ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তার মধ্যে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দু’জন প্রার্থী সহ অবস্থানের মধ্য দিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, উপজেলা উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
পাইকগাছায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জনসচেতনতা তৈরীতে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার-এর সভাপতিত্বে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, অফিসার ইনচার্জ মোঃ এজাজ শফী। নার্গিস বানু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটান্ট ডাঃ সুজন কুমার সরকার, আরএমও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল্লাহ ইবনে মান্নান, ডাঃ বাপ্পা দাস, ডাঃ ইফতিয়ার বিন রাজ্জাক, ডাঃ আমিনুর রহমান, ডাঃ খুকুমনি খাতুন, ডাঃ মাহমুদা হক জুঁই, ডিপ্লোমা চিকিৎসক পূর্ণ চন্দ্র মন্ডল, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আমিনুল হক, প্রধান সহকারী আখতারুজ্জামান খান, জিএম জাহিদুর রহমান, মানিক পাল, সাহানারা পারভীন, মোঃ মাসুরুজ্জামান, দেব্ব্রত সরকার, সরোয়ার হোসেন, মহিব্বুল্লাহ, মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পালিত হবে। এবার মোট উদ্দিষ্ট শিশুর লক্ষ্যমাত্রা ২৫৬০৭ জন। এরমধ্যে ৬ মাস থেকে ১বছরের নীচে ২৭২০ জন, ১ বছর থেকে ৫ বছরে নীচে ২২৮৮৭ জন। মোট কেন্দ্র সংখ্যা ২৪১ টি। মোট স্বেচ্ছা সেবিকার সংখ্যা ৪৮২ জন।