সরকার গঠনে প্রয়োজনীয় সমর্থন রয়েছে, দাবি আনোয়ারের

ক্রাইমবাতা রিপোট:    মালয়েশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দাবি করেছেন সরকার গঠন করতে প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্যের সমর্থন রয়েছে।

স্থানীয় দৈনিক দ্য স্টার আনোয়ার ইব্রাহিমের বরাতে জানায়, পার্লামেন্টে আমার অধিক সংখ্যক বিশ্বাসযোগ্য সমর্থন রয়েছে। অল্প সংখ্যাগরিষ্ঠতা নয়।

আনোয়ার বলেছেন যে তিনি ‘বিভিন্ন দলের বহু সংসদ সদস্যের সাথে যোগাযোগ করেছেন’ যারা প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বে অসন্তুষ্ট।

তিনি বলেন, দেশ পরিচালনা করতে আমরা মজবুত ও টেকসই সরকার চাই। সেখানে ন্যাশনাল বারিসানের এমপি গণও থাকতে পারেন। সংসদ ভেঙ্গে দেয়ার ক্ষমতা রাজা আগোংয়ের কাছে। গত সোমবার রাতে আমি তার সাথে কথা বলেছি।

তিনি আরো বলেন, এটি পিছনের দরজা দিয়ে আসা কোন সরকার নয়, এটি এমন একটি সরকার যার ম্যান্ডেট এবং সমর্থন রয়েছে। আর তা অবশ্যই মালয়-পন্থী সরকার। কিন্তু প্রত্যেক গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। আনাদোলু এজেন্সি

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।