পাশের হার ৯১ শতাংশ কওমির দুই পরীক্ষার ফল প্রকাশ, অনুপস্থিত ৫৪ শতাংশ পরীক্ষার্থী

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক)’র হিফযুল কুরআন ও ইলমুত তাজবীদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাশের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফযুল কুরআন মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হাজার ৮৭৬ জন ও ইলমুত তাজবীদ মারহালায় ৯২৬ জন অংশগ্রহণ করে। স্টার মার্ক পেয়েছে ৫ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ৯ হাজার ১২০ জন। এই দুই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৪ জন পরীক্ষার্থী। অর্থ্যাৎ ৫৪ শতাংশ পরীক্ষার্থী অংশ নেননি পরীক্ষায়।

শনিবার বেলা ১২ টায় বোর্ডের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ যুবায়ের, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী আমিনুল হক ও মুহা: রফিকুল হক সমন্বয়ে পরীক্ষার ফলাফলের ফাইল বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী সাহেবের নিকট হস্তান্তর করেন। এরপর তিনি ফলাফল ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, কওমি মাদ্রারাসার পরীক্ষার্থীরা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নযীর স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে বলে আমার একান্ত বিশ্বাস।

হিফযুল কুরআন এর ৭৪ টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩ জন করে) ও ‘ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত বিভাগে ৩টি গ্রুপে  (প্রতি গ্রুপে ৩ জন করে) পৃথক পৃথক ভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।