সাতক্ষীরা সুলতানপুর পিএন স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মনিংমান স্পোটিং ক্লাবের আয়োজনে গতকাল বিকালে জাকজমোকপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। শহরের কামালনগর ক্লাব বনাম রসূলপুর ক্লাবের মধ্যেকার ফাইনাল খেলায় শুরু থেকে চলছিল আক্রমন পাল্টা আক্রমন। জোর প্রতিদ্বন্দিতা পূর্ন খেলায় ১-০ গোলে কামালনগর ক্লাব জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত পৌরসভার প্যানেল মেয়র চার নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান তিনি জয়ীদলের হাতে টিভি তুলেদেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সংরক্ষিত কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, ও অনিমা রাণী মন্ডল, আহসান উল্লাহ বাবু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিপলু, সিদ্দিক, ফরহাদ, লিটু, খোকন, মঈনুর, কাজী মোস্তফা, মঈন, ডাঃ সেলিম সহ অন্যান্যরা। খেলায় রেফারী দায়িত্ব পালন করেন মোঃ সামু চৌধুরী, মাঠ পরিচালনা করেন কাজী ফরহাদ ও টুকুন বাবু। এসময় ফুটবল প্রেমী বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
Check Also
সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) …